থেমে থেমে পথ চলা!
২৩ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, রাত ১১ টা ৫১মিনিট
অনেক দিন হয়ে গেল অনলাইন ডাইরিতে কিছু লেখা হয় না। এর মধ্যে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়টি হল আমার মা- কে হারিয়েছি গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। কত সহজে বলে ফেললাম তাই না? অথচ আমি জানি মা হারানোর কী ব্যাথা আমার অন্তরটাকে গ্রাস করেছিল।একে একে ৮ দিন তাঁর মৃত্যুশয্যার পাশে বসে দেখেছি তাঁর একটু একটু করে না ফেরার দেশে চলে যাওয়াকে।
মা, তুমি যেখানে থাকো, ভাল থেকো। আমি জানি উপরওয়ালা তোমার সাথে অতি সদাচরণই করবেন। পুণ্যবতীদের দুনিয়াতেই চেনা যায়।
গাইনি ওয়ার্ড শেষ করে ফেলেছি। এর মধ্যে মেডিসিন ও শেষ। গত ১২ জানুয়ারি থেকে সার্জারী শুরু হয়েছে। প্রথম দিনেই অ্যাবসেণ্ট। আমি কী করব??? ফুড পয়জনিং এর জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১০ তারিখে। সাথে ছিল প্রচণ্ড জ্বর। যা হোক এবেলায় আমি অনেকটাই সুস্থ। চলছে সার্জারী ওয়ার্ড-ওটি। থেমে থেমে॥
অনেক দিন হয়ে গেল অনলাইন ডাইরিতে কিছু লেখা হয় না। এর মধ্যে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়টি হল আমার মা- কে হারিয়েছি গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখে। মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। কত সহজে বলে ফেললাম তাই না? অথচ আমি জানি মা হারানোর কী ব্যাথা আমার অন্তরটাকে গ্রাস করেছিল।একে একে ৮ দিন তাঁর মৃত্যুশয্যার পাশে বসে দেখেছি তাঁর একটু একটু করে না ফেরার দেশে চলে যাওয়াকে।
মা, তুমি যেখানে থাকো, ভাল থেকো। আমি জানি উপরওয়ালা তোমার সাথে অতি সদাচরণই করবেন। পুণ্যবতীদের দুনিয়াতেই চেনা যায়।
গাইনি ওয়ার্ড শেষ করে ফেলেছি। এর মধ্যে মেডিসিন ও শেষ। গত ১২ জানুয়ারি থেকে সার্জারী শুরু হয়েছে। প্রথম দিনেই অ্যাবসেণ্ট। আমি কী করব??? ফুড পয়জনিং এর জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ১০ তারিখে। সাথে ছিল প্রচণ্ড জ্বর। যা হোক এবেলায় আমি অনেকটাই সুস্থ। চলছে সার্জারী ওয়ার্ড-ওটি। থেমে থেমে॥
0 comments:
Post a Comment