বাম্পার ঈদ ডিউটি রোস্টার!

২০ আগস্ট ২০১৩, মঙ্গলবার; রাত ৯ টা ৪৬ মিনিট
আজ মঙ্গলবার। অনেক দিন পর ডাইরীর পাতায় কিছু লিখতে বসেছি। রোজনামচা মোতাবেক আজ গাইনি ওয়ার্ডে অ্যাডমিশন মর্নিং ছিল। সকাল থেকেই রোগীর চাপ মোটামুটি পর্যায়ে ছিল। কিন্তু নানান দিকে ছোটাছুটি করতে গিয়ে একেবারে গলদঘর্ম হয়ে গিয়েছি।


রোজার ঈদ হয়েছে গত ৯ তারিখে। শুক্রবার। আগেরদিন বৃহষ্পতিবারও ছিল অ্যাডমিশন ডে। ৮-১১ তারিখ - এই চারদিনের তিন দিনই ছিল অ্যাডমিশন। ঈদের মধ্যে যারা ডিউটি করেছে তাদেরকে কিছু গিফট দেয়ার আয়োজন করেছে ওয়ার্ডের সিনিয়র আপুরা। আমি ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম এবং ফিরেছি ১২ তারিখে। যথারীতি ডিউটি করায়, ঈদ রোস্টারে আমার নাম না থাক সত্বেও আমাকেও গিফট দেয়া হল বিশেষ দায়িত্বশীলতার জন্য। feeling Inspired.

0 comments:

Post a Comment