ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন ইন্টার্ন হোস্টেলের একটি রুম!
১৯ জুলাই ২০১৩ বিকাল ৩:০৪ মিনিট
০৯ রমজান
ঘটনা ঘটে গত কাল সন্ধ্যায়। অর্থাত্ ১৮ জুলাই ইফতারের পর পর। আমি তখন ইভেনিং ডিউটিতে, স্পেসিফিক বললে গাইনি ওটিতে। রাত আনুমানিক ৮ টা হবে সময়। একটা সিজারিয়ান সেকশন এ assist করছি। আমার মোবাইলে অনবরত কল এসেই যাচ্ছে। ধরতে পারছি না।
কাজ শেষ করে কল ব্যাক করলাম। রুমমেটের অস্থির কণ্ঠ। আরে আগুন লাগছে ৪০০৩ নম্বর রুমে। আমি থাকি ৪০০৭ এ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এ যাত্রায়। আগুনে আসলেই অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। দুইটা ল্যাপটপ, একজনের সব বই পত্র পুড়ে গেছে। বিছানা পত্র সব পুড়ে ছাই। এত অল্প সময়ে অনেক ক্ষতি হয়ে গেল।
০৯ রমজান
ঘটনা ঘটে গত কাল সন্ধ্যায়। অর্থাত্ ১৮ জুলাই ইফতারের পর পর। আমি তখন ইভেনিং ডিউটিতে, স্পেসিফিক বললে গাইনি ওটিতে। রাত আনুমানিক ৮ টা হবে সময়। একটা সিজারিয়ান সেকশন এ assist করছি। আমার মোবাইলে অনবরত কল এসেই যাচ্ছে। ধরতে পারছি না।
কাজ শেষ করে কল ব্যাক করলাম। রুমমেটের অস্থির কণ্ঠ। আরে আগুন লাগছে ৪০০৩ নম্বর রুমে। আমি থাকি ৪০০৭ এ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এ যাত্রায়। আগুনে আসলেই অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। দুইটা ল্যাপটপ, একজনের সব বই পত্র পুড়ে গেছে। বিছানা পত্র সব পুড়ে ছাই। এত অল্প সময়ে অনেক ক্ষতি হয়ে গেল।
0 comments:
Post a Comment