শুরুর কথামালা
১৬ জুলাই ২০১৩, রাত ১:১৫ মিনিট
০৬ রমজান
মাঝে মাঝেই ভাবি একটা দিনলিপি লিখা শুরু করব। কিন্তু একটা ডায়রি কেনার সময় হয়ে উঠে না।
প্রতি বছর জানুয়ারি আসলেই মনে হয় এবার পহেলা জানুয়ারির আগেই একটা ডায়রি কিনে প্রথম দিন থেকেই জীবনের নানা ঘটনা গুলো লিপিবদ্ধ করে রাখবো। সেই ডায়রি আজও কেনা হয়ে উঠে নি।
অনলাইন এ নানান ওয়েব সাইটে লেখা লিখি করি। কিন্তু সেসব ব্যাক্তিগত বিষয় নিয়ে নয়।
আজ হঠাত্ মনে হল অনলাইন এএকটা পার্সোনাল ব্লগ থাকলে কেমন হয়?? একান্তই নিজের অভিজ্ঞতাগুলো লিখে রাখার জন্য?
হুম। শুরু করে দিলাম।
০৬ রমজান
মাঝে মাঝেই ভাবি একটা দিনলিপি লিখা শুরু করব। কিন্তু একটা ডায়রি কেনার সময় হয়ে উঠে না।
প্রতি বছর জানুয়ারি আসলেই মনে হয় এবার পহেলা জানুয়ারির আগেই একটা ডায়রি কিনে প্রথম দিন থেকেই জীবনের নানা ঘটনা গুলো লিপিবদ্ধ করে রাখবো। সেই ডায়রি আজও কেনা হয়ে উঠে নি।
অনলাইন এ নানান ওয়েব সাইটে লেখা লিখি করি। কিন্তু সেসব ব্যাক্তিগত বিষয় নিয়ে নয়।
আজ হঠাত্ মনে হল অনলাইন এএকটা পার্সোনাল ব্লগ থাকলে কেমন হয়?? একান্তই নিজের অভিজ্ঞতাগুলো লিখে রাখার জন্য?
হুম। শুরু করে দিলাম।
0 comments:
Post a Comment